বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

শাহজালালে সাত কেজি সোনাসহ মালয়েশীয় নাগরিক আটক

আটক চ্যান গি কিয়ংকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে সংগৃহীত ছবি


ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক চ্যান গি কিয়ং’কে (৪৭) সাত কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস।  মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে সোমবার রাত ১০টায় ঢাকায় নামেন চ্যান। তার শার্টের নিচে স্যান্ডো গেঞ্জির ভেতরে একটি জ্যাকেট পাওয়া যায়। ওই জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ টেপ প্যাঁচানো সাতটি সোনার বার ছিল। ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, সোনার চালান আসার খবর তারা আগেই পেয়েছিলেন। চ্যান গি কিয়ং গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। অথেলো চৌধুরী আরো জানান, প্রতিটি বারের ওজন এক কেজি করে। আনুমানিক বাজার মূল্য সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে চ্যান গি কিয়ংকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১