বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

সিম্ফনি স্মার্টফোনে বিশেষ অফার

সিম্ফনির লোগো সংগৃহীত ছবি


নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে এয়ার টিকেট, ক্যাশব্যাকসহ বিভিন্ন পুরস্কার জিতে নিতে বিশেষ অফার শুরু করেছে সিম্ফনি। এই অফারে অন্তর্ভুক্ত স্মার্টফোনগুলো হলো সিম্ফনি জেড১০, পি১১, আই৭৫, আই৬০, আই১০ প্লাস, আই১০০, আই৯০, ভি৭৮, ভি৭৫এম ২জিবি, ভি১৪০, ভি১৩৫। এ ছাড়া হ্যালিও এস৬০ এবং হ্যালিও এস৫ এই অফারের আওতায় রয়েছে।

সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মিলবে প্রতি হ্যান্ডসেটেই। প্রতিদিন থাকছে নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বালি, কলকাতা রিটার্ন এয়ার টিকেট। এ ছাড়া আছে প্রতি সপ্তাহে একটি মোটরবাইক। সঙ্গে আছে অপারেটর বান্ডেল অফার। অফারটি পেতে রিটেইলারের মাধ্যমে FB <স্পেস>১৫ ডিজিটের। ME। নম্বর<স্পেস>ক্রেতার মোবাইল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৫৯৫৯ নম্বরে। বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১