বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

উদ্যোক্তা বানাবেন জ্যাক মা

আলিবাবা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা সংগৃহীত ছবি


চীনের আলিবাবা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা এবার উদ্যোক্তা তৈরিতে মনোনিবেশ করছেন। এজন্য ইন্দোনেশিয়ায় তিনি চালু করছেন একটি ইনস্টিটিউট, যেখানে হাজারো প্রযুক্তি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে ইন্দোনেশিয়া সরকারের ই-কমার্স পরামর্শক হিসেবেও কাজ করছেন জ্যাক মা।

কবে নাগাদ জ্যাক মা ইনস্টিটিউট অব এন্ট্রাপ্রেনারস চালু হবে সে বিষয়ে কিছু না জানালেও আগামী দশ বছরে এখান থেকে এক হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইন্দোনেশিয়ার জন্য এখন গুরুত্বপূর্ণ হলো মানবসম্পদে বিনিয়োগ করা। কারণ, শুধু মানুষকে প্রশিক্ষিত করতে পারলেই ডিজিটাল যুগে প্রবেশ করা সম্ভব হবে।

আলিবাবার জন্য ইন্দোনেশিয়া খুবই গুরুত্বপূর্ণ বাজার। এ বছরের মার্চে দেশটিতে ডাটা সেন্টার চালু করে আলিবাবা ক্লাউড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১