আপডেট : ১৫ October ২০১৮
‘আকাশ মহল’ শিরোনামের নতুন একটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। এফডিসিতে চলছে ছবির চিত্রায়ণ। গতকাল থেকে চিত্রায়ণে অংশ নিয়েছেন ইমন ও আইরিন। নতুন এ ছবিটি প্রসঙ্গে ইমন বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম সোলাইমান। এ ছবিতে কাঠুরিয়া চরিত্রে অভিনয় করছি আমি। এবারই প্রথম কাঠুরিয়া চরিত্রে অভিনয় করছি। রূপকথার গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। আমার চরিত্র, গল্পের ফ্যান্টাসি সব কিছু দারুণ। অনেক দিন পর পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে কাজ করছি। আশা করি আগের ছবির মতো এটাও ভালো একটা ছবি হবে।’ ছবিতে বীণা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন। আইরিন জানান, ছবিতে কাঠুরিয়ার মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। যে মেয়েটি অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। ফোক ধাঁচের এ ছবিটি দর্শকের গ্রহণযোগ্যতা পাবে। চিত্রনায়ক ইমনের সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হওয়া প্রসঙ্গে আইরিন বলেন, ‘ছবিতে ইমনের প্রেমিকা হিসেবেই দর্শক আমাকে দেখবে। ইমনের সঙ্গে ফিল্মে প্রথম স্ক্রিন শেয়ার করা অভিজ্ঞতা দারুণ। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে আমার প্রথম কাজ, ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। চিত্রায়ণ করতে গিয়ে ছোটবেলার রূপকথার গল্পের কথা বার বারই মনে পড়ে যাচ্ছে।’ চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক দেলোয়ার জাহান জন্টু। সে পরিকল্পনা নিয়ে চলছে চিত্রায়ণ। এফডিসিতে আরো দুদিন চলবে ছবির চিত্রায়ণ। তারপর গাজীপুর ও কক্সবাজারে হবে বাকি অংশের চিত্রায়ণ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১