বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

যৌন হেনস্থা

এফআইআর করলেন কেট শর্মা

বলিউড অভিনেত্রী কেট শর্মা ছবি : ইন্টারনেট


কিছুদিন আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল বলিউডের নামী প্রযোজক ও পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতে এবার এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। আর সেটি করেছেন বলিউড অভিনেত্রী কেট শর্মা।

এফআইআরে কেট উল্লেখ করেন, ‘৬ আগস্ট যখন তিনি আমায় বাড়িতে ডাকেন তখন সেখানে পাঁচজন লোক ছিলেন। সবার সামনেই উনি আমাকে ম্যাসাজ দিতে বলেন। আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। আমি উনাকে শ্রদ্ধা করতাম। পরে বাধ্য হয়ে আমি উনাকে দুই থেকে তিন মিনিট ম্যাসাজ দিয়েছি। আমি হাত ধুতে বাথরুমে গেলে তিনি আমার পিছন পিছন আসেন। আমাকে জোর করে তার শোয়ার ঘরে নিয়ে যান। জাপটে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি উনাকে অনুরোধ করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য। উনি পাল্টা আমাকে বলেন, উনার সঙ্গে রাত না কাটালে আমাকে নায়িকা হিসেবে কাজ দেবেন না।’

এমন অভিযোগের উত্তরে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে সুভাষ ঘাই বলেন, ‘আমি নিজেও মি টু-র বড় সমর্থক। মহিলাদের ক্ষমতায়নে এটি বড় পদক্ষেপ। কিন্তু সেই সুযোগের অপব্যবহার করছে কেউ কেউ। বাজে অপবাদ দিয়ে অন্যকে হেনস্তা করাটা ফ্যাশন হয়ে উঠছে। আমি এই অভিযোগগুলোকে ভিত্তিহীন মনে করছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১