আপডেট : ১৫ October ২০১৮
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বংশ পরম্পরায় দুর্গা প্রতিমা তৈরির গুরুদায়িত্ব পালন করে আসছেন অনেক কারিগর। তবে এবার পুরুষ শিল্পীদের পাশাপাশি প্রতিমা তৈরিতে উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছেন নারীরাও। খবর দ্য সানডে গার্ডিয়ান। শুরু থেকেই পুরুষরা প্রতিমা তৈরির কাজ করে আসছেন। এবার প্রচলিত ধারা ভেঙে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা তৈরি করেছেন কলকাতার নারী শিল্পীরাও। এদেরই একজন মালা পাল। তিনি জানান, আমি ১৪ বছর বয়সে কুমারতলি আসি। তখন কেউ আমাকে কাজ দেয়নি। নারী হওয়ায় আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। ছোটবেলায় বাবাও বলতেন, প্রতিমা তৈরির কঠিন কাজটা মেয়েদের জন্য নয়। তবে আমার দাদা সব সময় আমাকে উৎসাহ দিতেন। পুরুষশাসিত সমাজে প্রতিমা তৈরি করতে গিয়ে আমাকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। তবে আমি পেরেছি। শুধু কলকাতা নয়, ভারতের বিভিন্ন প্রদেশে এমনকি বিদেশের মণ্ডপেও স্থান করে নিয়েছে তার তৈরি প্রতিমা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১