আপডেট : ১৪ October ২০১৮
শিক্ষা, উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশেষ রোল মডেল-এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া । আজ রোববার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ সরকারি করা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এছাড়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কলেজ ক্যাম্পাসে তার নিজের ম্যুরাল উদ্বোধন করেন। এরপর ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষা, উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। পৃথিবীর অন্য দেশ বাংলাদেশকে অনুসরণ ও অনুকরণ করছে। এসব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে। উন্নয়নে দেশকে তিনি অন্য একটি স্তরে নিয়ে গেছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, তিনি আজ বিশ্বের কাছে অনুসরণীয় নেত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত বিশ্বের সারিতে উন্নীত হবে। অধ্যক্ষ এসএম আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, কলেজের সাবেক সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগীয় প্রধান ড. আবু জাফর খান, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য সাইফুল ইসলাম এফসিএ, ইউএনও শারমিন আক্তার, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপাধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন, ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, মো. নাঈম হোসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১