বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০১৮

সোনাগাজীতে নিখোঁজের একদিন পর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ছবি : বাংলাদেশের খবর


সোনাগাজীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হলো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বিডিয়ার (৭০) এর লাশ। তিনি উপজেলার চরছান্দিয়া ইউপির তিন নং ওয়ার্ডের মোহাম্মদপুরের বাসিন্দা।

শনিবার দুপুর বাজারে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।তার সন্ধান পেতে সমগ্র এলাকায় মাইকিং,মডেল থানা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ কে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অবহিত করেও সন্ধান পায়নি।। রবিবার সকালে বাড়ীর পাশের পুকুরে জাল ফেলে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।

পারিবারীক সুত্র জানায়,তিনি গত কয়েক বছর বার্ধক্যজনিত কারনে অসুস্থ্য ছিলেন। তাদের ধারনা বাজারে যাওয়ার পথে অসাবধানতাবসত পুকুরে পড়ে তিনি পানিতে তলিয়ে যায়।

দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে লাশ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়েছে।

রুহুল আমিন ৭১ সালে পূর্ব পাকিস্তান ইপিআরে ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। পাক হানাদার বাহিনী মুক্তিকামি বাঙ্গালীর উপর নিধনযজ্ঞ শুরু করলে তিনি পালিয়ে গিয়ে ৮ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে।দেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিমান্ত রক্ষা বাহিনী (বিডিআর) যোগদান করে ২৭ বছর চাকুরী শেষে অবসর গ্রহন করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১