আপডেট : ১৪ October ২০১৮
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য আবিয়ার স্থানীয় সরকারি এলাকা ওসিসিওমায় একটি পেট্রোল লাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় পুলিশ একথা জানায়। প্রধান পুলিশ কর্মকর্তা অ্যান্থনি ওগবিজি জানান, শুক্রবার দুটি গ্রামে এই বিস্ফোরণের পর গুরুতর আহতদের মধ্যে পাঁচ জন মারা গেছে। এএফপি’কে ওগবিজি জানান, একটি রক্ষাণাবেক্ষণাধীন পাইপলাইনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আরো তদন্ত হবে। শুক্রবার নাইজেরিয়ান সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স কোর্পস এই ঘটনায় জন্য কয়েক জন যুবককে দায়ী করেছে। এরা ওই পাইপ লাইন থেকে পেট্রোলিয়াম চুরি করছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১