আপডেট : ১৪ October ২০১৮
মডেল ও অভিনেত্রী সূচনা আজাদ। র্যাম্প মডেল দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও এরই মধ্যে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। নিজের বর্তমান কাজ ও বিভিন্ন বিষয়ে আনন্দ বিনোদনের সঙ্গে কথা বলেছেন সূচনা— চলচ্চিত্র শুরুটা— শুরুর দিকে প্রচুর নাটকের অফার পেতাম আমি। পাশাপাশি উপস্থাপনার অফারও আসত। কিন্তু আমার ইচ্ছা ছিল ফিল্মে, যার কারণে সেসময় নাটক বা টেলিফিল্মের অফারগুলো নিতাম না। পরে ‘আমেরিকা ড্রিম’ নামের একটি ছবির গল্প ও চরিত্র আমার পছন্দ হয়। তারপর আমার লুক টেস্ট করা হয়। সব কিছু ব্যাটে বলে হয়ে গেল। আমি সাইন করে ফেললাম। ‘আব্বাস’ ছবিটি নিয়ে বলুন— ‘আব্বাস’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছি। ছবির কাজ প্রায় শেষের দিকে। সম্প্রতি গানের চিত্রায়ণ করলাম। এ ছবিতে পুরান ঢাকার একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। ডেম কেয়ার টাইপের মেয়ে। নিজের প্রতি তার কোনো যত্ন নেই। এ মেয়েটা এক সময় নিজেকে গোছানোর চেষ্টা করতে থাকে। এক সময় তার কাছে মনে হয় তার ঘুরে দাঁড়ানো উচিত। মেয়েটা যখন প্রেমে পড়ে তখনই ব্যাপারটা অনুভব করতে পারে। ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অগ্রগতি— এটাতে সাইনিং করা আছে। আমার অংশের চিত্রায়ণ খুব শিগগিরই শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। ছবিতে আমার সঙ্গে আছেন সুপারস্টার শাকিব খান। মডেলিং না ফিল্ম? যেহেতু মডেলিং দিয়ে আমার শুরু তাই মডেলিংটা বাদ দিতে চাই না। ফিল্ম হচ্ছে আমার মূল টার্গেট। আমি আসলে ফিল্মই করতে চাই। দর্শকের মনে রাখার মতো একাট ফিল্ম করতে পারলেই নিজেকে সার্থক মনে করব। কাস্টিং কাউচের মুখে পড়েছিলেন আপনি— ফিল্মে কাজ করতে এসে এটা আমাকে ফেস করতে হয়েছে। বিজ্ঞাপন বা মডেলিংয়ে এটা আমি ফেস করিনি। আমার মনে হয় ফিল্মে একটা গ্রুপই আছে যারা নতুন মেয়েদের এমন প্রস্তাব দেয়। আমার মনে হয় মিডিয়ার প্রায় সবাই কমবেশি কাস্টিং কাউচের শিকার। কিন্তু সবাই বলতে পারে না। কারণ অনেকে মনে করে, বিষয়টি নিয়ে কথা বললে হয়তো ইমেজে প্রবলেম হবে। তারা ভাবে, হয়তো কাজ পাবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১