আপডেট : ১৪ October ২০১৮
জাতীয় ঐক্য চাইলেও না হওয়ার জন্য ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদেরই দায়ী করেছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা আসার আধাঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান বি. চৌধুরী। তিনি বলেন, কোনো চক্রান্তে পা দেবে না বিকল্পধারা। দুই শর্ত পূরণ হলে বিকল্পধারা সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যেতে আগ্রহী বলে জানিয়েছেন বি. চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্পধারা থাকবে না। এছাড়া সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নিজ দলের জন্য ১৫০ আসন দাবি করেন তিনি। রাজধানীর বারিধারার বাসা ‘মায়াবি’তে সংবাদ সম্মেলনে বি. চৌধুরী অভিযোগ করেন- তারা যুক্ত হওয়ার পরও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বিভিন্ন কর্মসূচি এবং বক্তব্যের বিষয়ে লুকোচুরি করা হচ্ছিল। বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, জাতীয় ঐক্যের লক্ষ্য যদি হয় বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় বসানো, তাহলে তাদের সঙ্গে আলোচনায় আমরা নেই। ড. কামালের সংবাদ সম্মেলনে বি. চৌধুরী অসুস্থ বলে জানানো হয়। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বি. চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন- আমি যদি অসুস্থ হই তাহলে ড. কামাল হোসেনের বাসায় গেলাম কীভাবে? বিকল্পধারার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল এবং কৃষিবিষয়ক সম্পাদক জানে আলম হাওলাদারকে দলবিরোধী কার্যকলাপের জন্য তাদের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, মাহবুব আলী, ব্যারিস্টার ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, বিএম নিজামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকালে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় আসেন বি. চৌধুরী। কিন্তু তাকে না পেয়ে চলে যান। এ সময় মাহী বি. চৌধুরী বলেন- ঐক্য ভাঙছে কারা তা আমরা জানি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১