বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০১৮

নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা

ভারী বর্ষনে নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে সংগৃহীত ছবি


গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের কিছু অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও পানি সমতল আকস্মিক বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল,মধ্যাঞ্চল,দক্ষিণ-পূর্বাঞ্চলসহ উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে এসব অঞ্চলের নদীসমূহের পানি সমতল আকস্মিক বৃদ্ধি পেতে পারে। আজ শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৪ টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদনদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪ টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৩ টি পয়েন্টে পানি বৃদ্ধি ও ৩৪ টির হ্রাস পেয়েছে।

নদনদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে ৮ টি পয়েন্টে পানি সমতল অপরিবর্তিত রয়েছে এবং ৯ টি পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি এবং ১ টি পয়েন্টের গেজ স্টেশন বন্ধ আছে,৮ টি পয়েন্টের গেজ পাঠ পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, ভারী থেতে অতি ভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আজ দুপুর ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৪৮ মি.মি) থেকে ভারী বর্ষণ হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১