আপডেট : ১৩ October ২০১৮
চীনের গুয়াংঝুতে চলমান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের এ বছরের আসরে অংশ নিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে ৮১ সদস্যের এ প্রতিনিধিদলে আরো আছেন সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্য। এ ছাড়া রয়েছেন অ্যাপিকটায় বাংলাদেশের কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান সোহেল এবং অ্যাপিকটার বিচারকমণ্ডলীর সদস্য আবদুল্লাহ এইচ কাফি। ৯ অক্টোবর শুরু হওয়া এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাপিকটায় চীনের ইকোনোমিক কো-অর্ডিনেটর এবং জিডিএসআইএয়ের মহাসচিব লিউ হুই, অ্যাপিকটার চেয়ারম্যান স্ট্যান সিংসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যাপিকটার এক্সকো মিটিং ও বিচারকদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রকল্প বিচারপর্ব। ১১ অক্টোবর চীনের ঐতিহ্যবাহী পোশাকে দেশটির সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তুলে আয়োজন করা হয় গুয়াংঝু নাইট। অনুষ্ঠানটিতে বাংলাদেশ প্রতিনিধিদল নিজেদের সংস্কৃতির বিভিন্ন দিক বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরেছে। অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে চীনের পিডব্লিউটিসি এক্সপোতেও অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধিদল। ১৩ অক্টোবর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮। অ্যাপিকটার বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে রয়েছেন যুগ্ম সচিব এহসানুল পারভেজ এবং উপসচিব ড. মো. মেহেদী হাসান। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮-তে পুরস্কারপ্রাপ্ত ২৭টি প্রতিষ্ঠান অ্যাপিকটা বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবারের মতো অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে বাংলাদেশ পুরস্কার জিতেছে। ২০১৭ সালে বাংলাদেশ অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও ১৪টি মেরিট পুরস্কার অর্জন করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১