আপডেট : ১২ October ২০১৮
নরসিংদীর পলাশে সাদেক মিয়া (৩৫) নামে এক আটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদেক মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাইল গ্রামের মহিউদ্দিনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার রাতে আটোরিকশাসহ সাদেক মিয়া নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে এলাকায় মাইকিং ও পোস্টার করে নিখোঁজ সাদেকের সন্ধান চায়। ঘটনার তিন দিন পর শুক্রবার দুপুরে ডাঙ্গার কাজৈর গ্রামের এক পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের লোকজন লাশটি সাদেকের বলে নিশ্চিত করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১