বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০১৮

জরিমানার বিরুদ্ধে আপিল করছে গুগল


নিজেদের এগিয়ে রাখতে অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের অপব্যবহারের অভিযোগে চলতি বছর জুলাইয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৫ বিলিয়ন ডলার জরিমানা করেছিল ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট নীতিনির্ধারকরা। মঙ্গলবার এই জরিমানার বিরুদ্ধে ইইউর জেনারেল কোর্টে আপিল দাখিল করেছে প্রতিষ্ঠানটি। এর আগে প্রতিষ্ঠানটি এই মামলা লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিল।

জরিমানার রায় দেওয়ার দিন এই জরিমানা অনৈতিক বলে মন্তব্য করেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। পিচাইয়ের যুক্তি ছিল, বাণিজ্যিক কারণেই আমাদের অনেক কিছু করতে হয়েছে। আর আমাদের যদি জরিমানা গুনতে হয়, তাহলে হয়তো ভবিষ্যতে আর কেউ বিনামূল্যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না।

জুলাইয়ে ইউরোপিয়ান কমিশনের রায়ে বলা হয়, ২০১১ সাল থেকে গুগল বাজারে থাকা এর আধিপত্যের অপব্যবহার করছে। বিশ্বের প্রায় ৮০ শতাংশ স্মার্টফোন অ্যান্ড্রয়েডে চলে। অভিযোগে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে বলেছে, গুগল তাদের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে শুধু গুগলের অ্যাপ ডিফল্ট হিসেবে রাখতে ফোনের প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছিল। এগুলোর মধ্যে ছিল যেসব প্রতিষ্ঠান গুগলের ক্রোম বা ক্রোম অ্যাপ তাদের ফোনে প্রি-ইন্সট করত না তাদের ফোনে প্লেস্টোর রাখার সুযোগ রাখে না গুগল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১