আপডেট : ১১ October ২০১৮
নিজের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট দেখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টন থানায় এ ডায়েরি করেন তিনি। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি জানান, তিনি ফেসবুক না চালালেও তার নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার চলছে। তিনি বলেন, তিনি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট খোলেননি। ফলে তার নামে থাকা অ্যাকাউন্টের দায়-দায়িত্ব তিনি নেবেন না। জিডিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে। তাদের মধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভুইয়া, ঢাকা— এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। এ বিষয়ে আপনাদের অবগতির জন্য আমি সাধারণ ডায়েরি করছি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সচিব মো. ইউনুস সারাবাংলাকে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন। পরে পল্টন থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই সুলতানা রহমান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে তার নামে ভুয়া অ্যাকাউন্ট বিষয়ক একটি জিডি করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১