আপডেট : ১১ October ২০১৮
দিনাজপুরের পার্বতীপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পার্বতীপুর মডেল থানায় উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নীলকান্ত মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ জোবায়ের মককী, উপ-পরিদর্শক এম.আর সাঈদ, উপ-পরিদর্শক মোঃ সাদেকুজ্জামান, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি কৈলাস প্রসাদ সোনার ও সাধারন সম্পাদক দীপেশ রায় প্রমুখ। সভায় পুলিশ কর্মকর্তারা ছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নের ১৮৮ পুজা মন্ডপের পুজারী ও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, উপজেলার ১৮৮ পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনছার-ভিডিপি সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১