আপডেট : ১১ October ২০১৮
অভিনবই বটে। সমতল থেকে এক হাজার ফুটেরও বেশি উঁচুতে উঠিয়ে নতুন নাগরিকদের শপথ পড়িয়ে বরণ করে নিলো কানাডা। গত মঙ্গলবার রাজধানী টরেন্টোতে অবস্থিত বিশ্বের অন্যতম উঁচু ভবন সিএন টাওয়ারের পার্শ্ব চূড়ায় নিয়ে তাদের শপথ পড়ানো হয়। অভিবাসন নীতিকে ব্যতিক্রমভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন। ৬টি ভিন্ন দেশ থেকে আসা এই অভিবাসীদের শপথ পাঠ করান তিনি। শপথ নেওয়া নতুন নাগরিকরাসহ উপস্থিত সবাইকে দেখা যায় ১১৬ তলা ভবনটির চূড়ায় তারের সঙ্গে ঝুলতে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা জানায়, এর আগেও ১৮১৫ ফুট উচ্চতার ভবনটিতে নাগরিকত্বের শপথ পড়ানো হয়। কিন্তু ভবনের চূড়ায় শ্বাসরুদ্ধকর উচ্চতায় এইভাবে ঝুলিয়ে শপথ ও বরণের ঘটনা এটাই প্রথম। অনুষ্ঠান শেষে অভিবাসনমন্ত্রী টুইটারে লেখেন, ‘আকাশই কানাডীয় নাগরিকত্বের সীমানা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১