বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০১৮

ওয়েব সিরিজ ‘ফোন এক্স’

ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ এর একটি দৃশ্য সংগৃহীত ছবি


হলিউড, বলিউড, টালিউডের সঙ্গে তাল মিলিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতেও নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজ। পরিচালক অনন্য মামুন নির্মাণ করেছেন ‘ফোন এক্স’ শিরোনামের একটি ওয়েব সিরিজ। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি, সানজু জন, ইমতু, লামিয়া, টমবক, কাজী উজ্জ্বল, মধুমিতা, শ্রাবন্তী ও মুসকান। লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েব সিরিজটির ট্রিজার। ‘সিনেস্পট’ অ্যাপসের মাধ্যমে দেখা যাবে পুরো সিরিজটি।

ওয়েব সিরিজটির গল্প সম্পর্কে অনন্য মামুন জানান, সময়ের আলোচিত পরিচালক ও সুপারস্টার হিরো খুন হওয়া নিয়ে গড়ে উঠেছে ‘ফোন এক্স’ সিরিজের গল্প। তিনি বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাই বিগ বাজেট নিয়ে এ ওয়েব সিরিজটি নির্মাণ করেছি। আশা করি সিরিজটি সবার ভালো লাগবে।’

বাজেটের ব্যাপারে জানতে চাইলে মামুন বলেন, ‘বাজেটের কথা বললে একটা ফিল্মের চেয়ে বেশি খরচ করেছি। মাথায় ছিল ভালো একটা কিছু করতে হবে। তাই কোনো দিকে ছাড় দেইনি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১