আপডেট : ১০ October ২০১৮
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিংহের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। চলতি বছর নভেম্বরে আংটি বদল হওয়ার কথা শোনা যাচ্ছে তার। এমন তথ্যই পরিবেশন করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। সম্প্রতি দিল্লির একটি সম্মেলন শেষে মুম্বাই ফিরেছেন রণবীর-দীপিকা। বিমানবন্দর থেকে রণবীরের হাত ধরে বেরিয়েছেন দীপিকা। এমন ভিডিওই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখানেই শেষ নয়। দীপিকাকে গাড়িতে বসিয়ে দেন রণবীর। তার আগেই ঘটে মূল ঘটনা। ভিডিওতে দেখা গেছে, গাড়ি ছাড়ার আগে প্রকাশ্যেই একে অপরকে চুম্বন করেছেন। দীপিকার গাড়ি চলে যাওয়ার পর বিমানবন্দর ত্যাগ করেন রণবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে এ জুটির এমন ভিডিওতে বলিপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে এসবে কান দিচ্ছেন না দীপিকা। বলা চলে মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে দীপিকার ঘনিষ্ঠ বন্ধুরা বলছেন, তাদের বিয়ের বিষয়টি কারো অজানা নয়। তাই তাদের এ ধরনের ভিডিও নিয়ে এতটা মাতামাতি করার কিছু নেই। এর আগেও রণবীরকে বিভিন্ন অনুষ্ঠানে চুম্বন করেছেন দীপিকা। এটা দোষের কিছু নয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১