বাংলাদেশের খবর

আপডেট : ০৯ October ২০১৮

শিমুলিয়ায় ফেরি চলাচলে গতি ফিরতে শুরু করেছে


শিমুলিয়ায় ফেরি চলাচলে গতি ফিরতে শুরু করেছে। আজ মঙ্গলবার ১টি রো রো ফেরিসহ ১২টি ফেরি চলাচল করেছে। এতে দীর্ঘদিন পরে দেশের গুরুত্বপূর্ণ এই রুটে গতি আসতে শুরু করেছে। এছাড়া এই রুটের রোরো ফেরিসহ ৪টি ফেরি অন্যত্র পাঠানো হয়েছিল। সেগুলোও ফেরত নিয়ে আসা হচ্ছে। ফলে দীর্ঘদিন পর দেশের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ শাহ বরকতউল্লাহ রবিবার জানান, ঘাটে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আর সমস্যা হবে না।

এর আগে তিনদিন পর রোববার সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছিল। সোমবার রো রো ছাড়া অন্যান্য ফেরিগুলো চলেছে। মঙ্গলবার রো রো ফেরিসহ সকল ফেরি চ্যানেল বিনা বাধায় পদ্মা পারি দিতে সক্ষম হয়েছে। এতে ঘাটে এলাকায় স্বস্থি ফিরে আসে। নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচলে অচলতা সৃষ্টি হয়েছিল। পরে পদ্মা সেতু নদী শাসনে ব্যবহৃত ড্রেজার ব্যবহার করে এবং পদ্মা সেতুর চায়না চ্যানেল ব্যবহার করে ফেরি চলাচলের অচলতার সমস্যা কাটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১