আপডেট : ০৯ October ২০১৮
‘দে দে পাল তুলে মাঝি খেলা করিস না’ ‘আমার মুর্শিদ পরশমনি গো....’ গতকাল সোমবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে ফকিরের বাজার ফুটবল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য মুর্শিদী, মারফতি, ভান্ডারি ও ভাবতত্ব গানের আসর অনুষ্ঠিত হয়েছে। রাতব্যাপি এ গানের আয়োজন করেন রামপুর ইউনিয়নের ফকিরেরবাজার গ্রামের কণ্ঠশিল্পী আল আমিন। এ আলোচনা সভায় সভাতিত্ব করেন রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ব্যবসায়ী আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সমাজকর্মী আমজাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুখশানা বারী রুকু ও ইয়ংস্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সর্ম্পকে আজ আমরা পুরোপুরি পরিচিত নই। যার কারনে সংস্কৃতি আজ ধ্বংশের মুখে। সবাইকে তিনি দেশীয় সংস্কৃতি চর্চা করতে আহবান জানান। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী হোসেন শাহ্ মুর্শিদী ও ভাবতত্ব গানের উপর দীর্ঘ আলোচনা করেন। পরে তিনি মুর্শিদী, মারফতি, ভান্ডারি পরিবশেন করেন।
সমাজকর্মী আমজাদ হোসেন বলেন, তরুন-যুবকেরা আজ ভিনদেশী সংস্কৃতি চর্চায় ব্যাপকভাবে আকৃষ্ট হচ্ছে। বাউল, মুর্শিদী, ভাটিয়ালি, ভাইয়াইয়া, জারিসারি, ভাবতত্ব গান আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যেতে বসেছে। তিনি অনুষ্ঠানের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১