আপডেট : ০৯ October ২০১৮
নওগাঁর পত্নীতলা উপজেলার পুঁইয়া কাল্লাকাটি মোড় এলাকায় আঞ্চলিক মহা সড়কে ট্রাকের চাপায় ৩জন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর ) দুপুরে এই ঘটনা ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হল, মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুস ছালাম (৪৫) এবং ছালামের ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৫)। এ বিষয়ে ওসি পরিমল চক্রবর্তী জানান, দুপুরে মোটর সাইকেলে করে নজিপুর সদরে আসছিলেন তারা। এসময় মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ট্রাক তাদের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং মরদেহ গুলো উদ্ধার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১