আপডেট : ০৯ October ২০১৮
রাজশাহীতে মহানগর ও জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯২ জনকে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ ইফতে খায়ের আলম জানান, মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ৫১ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ৫ জন, রাজপাড়া থানায় ১২ জন, চন্দ্রিমা থানায় ৩ জন, মতিহার থানায় ৪ জন, কাটাখালি থানায় ১২ জন, পবা থানায় ২ জন, কাশিয়াডাঙ্গা থানায় ৮ জন, কর্ণহার থানায় ১ জন, দামকুড়া থানায় ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ আব্দুর রাজ্জাক খান, সোমবার রাতে রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ৪ জন, তানোর থানায় ৬ জন, মোহনপুর থানায় ৩ জন, পুঠিয়া থানায় ৫ জন, বাগমারা থানায় ৫ জন, দূর্গাপুর থানায় ৪ জন, চারঘাট থানায় ৭ জন ও বাঘা থানায় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১