আপডেট : ০৯ October ২০১৮
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে অভূতপূর্ব সাফল্য দেখালেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সিহাব উদ্দিন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সিহাব উদ্দিন আজকের আরবান ডট কম কে জানান, প্রাপ্ত কার্ডধারীর সংখ্যা ০৯ ছিল ২ লাখ ১৪ হাজার ৩শ ২৭ জন । এর মধ্যে ১ লাখ ৮১ হাজার ৭ শ ১৪ জনের আইরিস ও বায়োমেট্রিক্স নিয়ে কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। কার্ড বিতরণের হার ছিল ৮৪.৭৮%। হারানো কার্ডের ট্রেজারি চালান জমা পড়েছে ৪০৬৩টি। সরকারি কোষাগারে জমা হয়েছে (৪০৬৩দ্ধ৩৪৫ হারে) মোট ১৪ লাখ ১ হাজার ৭শ ৩৫ টাকা। উল্লেখ্য, উপজেলার ১১টি ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম গত ১ জুলাই থেকে শুরু হয়ে আনুষ্ঠানিকভাবে ২৯ সেপ্টেম্বরে গিয়ে শেষ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১