বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০১৮

কারখানা সম্প্রসারণ করবে এভিন্স টেক্সটাইলস


বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস মিলস লিমিটেডের বিদ্যমান কারখানার বিএমআরই তথা আধুনিকায়ন ও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএমআরই শেষ হলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ বাড়বে। বিএমআরইর জন্য কোম্পানিটি ৭০ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করবে। এর ৭৯ ভাগ তথা ৫৫ কোটি ৪১ লাখ টাকার জোগান দেওয়া হবে মধুমতি ব্যাংক থেকে নেওয়া মেয়াদি ঋণের মাধ্যমে। বাকি ১৪ কোটি ৯৬ লাখ টাকা জোগান দেওয়া হবে কোম্পানির নিজস্ব তহবিল থেকে।

মোট বিনিয়োগের মধ্যে ৫৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হবে মেশিনারিজ কেনা ও সংস্থাপনে। এসব মেশিনারিজের মধ্যে থাকবে পাম্পস, মোটরস, পাইপস, অক্সিলারিজ, ফিক্সারস ইত্যাদি। বাকি ১৫ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় হবে বিল্ডিং ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১