বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০১৮

ইউনিভার্সিটি অব ভেনিসে ইউনূস সেন্টার

ইতালির ইউনিভার্সিটি অব ভেনিস বাংলাদেশি নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফেলোশিপ দিয়েছে সংগৃহীত ছবি


ইতালির ইউনিভার্সিটি অব ভেনিসে চালু হলো ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফেলোশিপ দিয়েছে। গতকাল ঢাকার ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ইতালির ভেনিসে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেনিস কা ফসকারী পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। বিশ্ববিদ্যালয়টি তার ‘নোবেল প্রাইজেস ইন দ্য চেয়ার প্রজেক্ট’-এর ধারাবাহিকতায় ও প্রতিষ্ঠার ১৫০তম বার্ষিকী উপলক্ষে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে তার ছাত্র ও শিক্ষকদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে।

একটি নিম্নআয়ের দেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার অধীনে ঋণ সুবিধা থেকে থেকে বঞ্চিত দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনশীল ক্ষুদ্রঋণ ব্যবস্থা প্রবর্তন করায় ইউনিভার্সিটি অব ভেনিস প্রফেসর ইউনূসকে অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়টির ফেলোশিপ প্রদান করে।

পরে ইউনিভার্সিটি অব ভেনিসে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রফেসর ইউনূসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এ নিয়ে বিশ্বব্যাপী ইউনূস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ৬৩টিতে। ইতালিতে এটি চতুর্থ ইউনূস সেন্টার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১