বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০১৮

নিউইয়র্কে গাড়ি দুর্ঘটনায় নিহত ২০

নিউইয়র্কে গাড়ি দুর্ঘটনায় নিহত ২০ ছবি : ইন্টারনেট


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের শোহাইর শহরে একটি বরযাত্রীবাহী লিমুজিনের সঙ্গে (বড় ধরনের মাইক্রোবাস) অপর একটি প্রাইভেটকারের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের ১৮ জন লিমোজিনের যাত্রী ও দুজন পথচারী। খবর এএফপি’র।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে স্কোহায়ারের অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোরের সামনে একটি লিমোজিনের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন ক্রিসটোফার ফিওরি এই দুর্ঘটনায় কথা নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় গণপরিবহন নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান রবার্ট সামওয়াল্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৯ সালের পর থেকে দেশে এটিই সবচেয়ে বড় এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১