আপডেট : ০৮ October ২০১৮
কুমিল্লা জেলা পুলিশে বিভিন্ন পদে অনুমোদিত জনবলের মধ্যে ১৬২টি পদ শূন্য রয়েছে। জেলার অনুমোদিত পদের সংখ্যা ২ হাজার ৪৬৬টি। বর্তমানে ২ হাজার ৩০৪টি জনবল থাকলেও নেই ১৬২টিতে। এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল্ মামুন। জেলা পুলিশের অনুমোদিত পদ ও শূন্য পদের সংখ্যা হচ্ছে, অতিরিক্ত পুলিশ সুপারের ৬টি পদের মধ্যে শূন্য ২টি। সিনিয়র সহকারি পুলিশ সুপার / সহকারি পুলিশ সুপারের ১০টি পদের মধ্যে শূন্য ২টি। পুলিশ পরিদর্শক (সশস্ত্র ) এর ৭টি পদের মধ্যে শূন্য ২টি। উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র ) ২৮৫টি পদের মধ্যে শূন্য ৫টি। উপ-পুলিশ পরিদর্শক (সশস্ত্র) এর ২০টি পদের মধ্যে শূন্য ১টি। উপ-ট্রাফিক পুলিশ পরিদর্শক ৪টি পদের মধ্যে শূন্য ১টি। সহকারি-উপ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এর ২১৮টি পদের মধ্যে শূন্য ১৩টি। সহকারি-উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র ) এর ৬২ টি পদের মধ্যে শূন্য রয়েছে ৩৯ টি। কনেস্টবলের ১ হাজার ৫৫৯ টি পদের মধ্যে শূন্য রয়েছে ৮৯টি। মিনিস্ট্রিয়াল কর্মচারির ৩০ টি পদের মধ্যে শূন্য রয়েছে ৬টি। চতুর্থ শ্রেনির ৯৮ পদের মধ্যে শূন্য রয়েছে ৮টি। উল্লেখ্য জেলায় পুলিশ ও জনসংখ্যায় অনুপাত হচ্ছে ১ঃ২৪৩২।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১