বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০১৮

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ডাকাতি

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে প্রতীকী ছবি


হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল (পুরাতন ঢাকা-সিলেট) মহাসড়কে সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা কয়েকটি গাড়ি আটক করে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট কওে নিয়ে। পরে পুলিশ এসে গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়।

রবিবার রাত ১০টায় মিরপুর-শ্রীমঙ্গল (পুরাতন ঢাকা-সিলেট) এ ঘটনা ঘটে।

বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান- মিরপুর- শ্রীমঙ্গল (পুরাতন ঢাকা-সিলেট) সড়কে প্রতিদিন সন্ধা ৬টা থেকে সারা রাত পুলিশি টহল চলে। প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধা থেকে পুলিশি টহল চলছিল। রাত পৌনে ১০টার দিকে কামাইছড়া চা বাগান এলাকায় ৭/৮ জনের একটি ডাকাতদল গাড়ি আটকিয়ে মালামাল লুটপাট চালায়। পরে খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া করলে পালিয়ে যায়। এ সময় পুলিশ ডাকাতদেও লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১