বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০১৮

অনুমোদিত মূলধন বাড়াবে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংকের লোগো সংগৃহীত ছবি


পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড অনুমোদিত মূলধন বাড়াবে। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। এটি বাড়িয়ে দুই হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পরিষদ। গতকাল শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিসি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বাড়ানো ছাড়াও আরো কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্ত কার্যকর করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে। এছাড়া সংশোধন করতে হবে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধি। এ লক্ষ্যে ব্যাংকটি আগামী ২৫ নভেম্বর বিশেষ সাধারণ সভা করার সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন বেলা ১১টায় ইস্কাটনের পুলিশ কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

সভায় নেওয়া অন্য সিদ্ধান্তগুলো হলো- পর্ষদ সভায় উপস্থিতির জন্য পরিচালকদের সম্মানি বাড়ানো, ১৫ দিনের পরিবর্তে ৭ দিন আগে পর্ষদ বৈঠকের নোটিশ ইস্যু করা এবং ১১ সদস্যের পরিবর্তে ৯ জন পরিচালকের উপস্থিতিতে সভার কোরাম পূর্ণ হওয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১