আপডেট : ০৭ October ২০১৮
টাঙ্গাইলে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী কালিহাতি উপজেলার চেচুয়া পূর্বপাড়া গ্রামের সিদ্দিক সরকারের ছেলে মো. মনির সরকার (৩০)। রবিবার (৭ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর শনিবার রাতে অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫০ পিছ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১