আপডেট : ০৭ October ২০১৮
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১৭ জন। শনিবার রামবান জেলার জম্মু-শ্রীনগর মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তা জানান। খবর গ্রেটার কাশ্মির। পুলিশ জানায়, অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি বানিহাল থেকে রামবনে যাচ্ছিল। সকালে বাসটি মারুফের কাছে খেলা মোড়ারার কাছাকাছি এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে পৌঁছায়। নিহতদের মধ্যে চারজন মহিলা রয়েছেন। চালকসহ ১৯ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে রামবান জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ১১ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য জম্মু নেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী, সেনাবাহিনী এবং পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১