বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০১৮

দুধ ঢালতেই বেরিয়ে এলো জীবন্ত ট্যাংরা মাছ

দুধ ঢালতেই বেরিয়ে এলো জীবন্ত ট্যাংরা মাছ ছবি : বাংলাদেশের খবর


‘প্রতি মণ দুধে ৮ কেজি করে নদীর পানি মেশাতেন তিনি। খবর পেয়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দুধে পানি মেশানোর বিষয়টিই শুধু হাতেনাতে ধরা পড়েনি, পানি মেশানো দুধের মধ্যে মিলেছে একটি জীবন্ত ট্যাংরা মাছও।’ গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা নদীর ঘাটে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ সময় আবদুল মোত্তালেব নামে এক দুধ ব্যবসায়ীকে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, দুধে ভেজাল মেশানোর খবরে উপজেলার দহকুলা নদীঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। এ সময় সেখানে নৌকার ওপর ৪০ কেজি দুধের জারে প্রায় ৮ কেজি করে নদীর পানি মেশাচ্ছিলেন রায়গঞ্জের ঘুড়কা বেলতলার দুধ ব্যবসায়ী আবদুল মোত্তালেব। ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করে তিন মাসের কারাদণ্ড দেন। পরে প্রকাশ্যে ভেজাল মেশানো দুধ ফেলে দেওয়ার সময় এর ভেতর থেকে একটি জীবন্ত ট্যাংরা মাছ বেরিয়ে আসে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুধে ভেজাল মেশানোর খবর পেয়ে শনিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ভেজাল দুধ  ফেলে দেওয়ার সময় এর ভেতর থেকে জীবন্ত ট্যাংরা মাছ পাওয়া গেছে। ওই দুধ ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১