আপডেট : ০৬ October ২০১৮
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিজের স্বাক্ষর করা বার্সেলোনার একটি জার্সি উপহার দিয়েছেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। নীল-লাল রঙের বিখ্যাত ১০ নম্বর জার্সি, যার পেছনে লেখা ‘দিদি’। মেসির স্বাক্ষর করা জার্সিটি গত সপ্তাহে মমতার উদ্দেশ্যে পাঠানো হয়। জার্সিতে মমতাকে শুভকামনা জানিয়ে একটি বার্তাও লিখেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার, ‘আমার বন্ধু ‘দিদি’র জন্য শুভ কামনা।’ ‘ফুটবল নেক্সট ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা কৌশিক মৌলিকের হাতে জার্সি তুলে দিয়েছেন বার্সেলোনার দুই লিজেন্ড জুলিয়ানো বেলেত্তি ও জারি লিটম্যানেন। কৌশিক মৌলিক বলেছেন, ‘তারা ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জীর হাতে জার্সিটি তুলে দিতে পারেননি। সে কারণে সেটা আমার কাছে দিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। তিনি আমাদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। আমরা এটা তার কাছে পৌঁছে দেব।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১