বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৮

সৌম্য-মিঠুনের আফসোস


আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলা হচ্ছে না সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের। ঠাসা সূচির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনাপত্তিপত্র দেয়নি। অথচ গতকাল বিকালেই দুবাইয়ে যাওয়ার কথা ছিল এই দুজনের।

আফগান লিগে দুজনেরই দল ছিল কান্দাহার নাইটস। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অনাপত্তি প্রসঙ্গে বলেন, ‘জাতীয় দলের ব্যস্ততা ও আসন্ন দুটি হোম সিরিজের কথা ভেবে সৌম্য ও মিঠুনকে আমরা এনওসি দিতে চাচ্ছি না।’ তবে এই লিগে খেলতে পারছেন পেসার তাসকিন। তাকে অনুমিত দিয়েছে বিসিবি। এর পেছনের কারণ হিসেবে আকরাম খান বলেন, ‘ও তো ফাস্ট বোলার, দীর্ঘদিন চোটে ভুগেছে। মাত্রই চোট থেকে ফিরেছে। দেখি ওখানে কেমন করে। হয়তো দু-এক ম্যাচ খেলে তাকেও ফিরে আসতে হতে পারে।’ এ লিগে খেলার কথা ছিল তামিম ও মুশফিকুরের। তবে চোটের কারণে দুজনই রয়েছেন বিশ্রামে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১