আপডেট : ০৬ October ২০১৮
প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে ৩০ রানে অল আউটের লজ্জা। তৃতীয় ম্যাচটি ছিল সিরিজ ধরে রাখার মিশন। কিন্তু পারেনি বাংলাদেশের মেয়েরা। কক্সবাজারে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছে সালমারা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের (২-০) ট্রফি নিশ্চিত করেছে পাকিস্তান।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশের ৮ উইকেটে ৮১ রানের জবাবে পাকিস্তান জয় পায় তিন উইকেট হারিয়ে। ১১ বল হাতে রেখে। গতকাল টস জিতে ব্যাট করতে নেমে তেমন কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। দুই অঙ্কে পৌঁছান কেবল নিগার সুলতানা (১৯), রুমানা আহমেদ (১২) ও শামিমা সুলতানা (১০)। পাকিস্তানের নাশরা সান্ধু ও নিদা দার নেন দুটি করে উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের আয়েশা জাফরের সঙ্গে ৩২ রানের জুটিতে ভালো শুরু এনে দেন নাহিদা খান। তিন চারে ৪০ বলে ৩৩ রান করা এই ওপেনারকে বিদায় করেন ফাহিমা খাতুন। মুনিবা আলির দ্রুত বিদায়ের পর নিদাকে নিয়ে বাকিটা সহজেই জাভেরিয়া। দুই চারে ৩১ রানে অপরাজিত থাকেন পাকিস্তান অধিনায়ক।
কিছুদিন আগেই এশিয়া কাপের শিরোপা জেতা বাংলাদেশ হঠাৎ যেন খেই হারিয়ে ফেলল। যাতে বেশ সমালোচনা হচ্ছে বেশ। তবে টানা দুই হারে সব সাফল্য ম্লান হয়ে যায় না বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তার মতে, ‘আমার মনে হয় না মনোবল নিচে নেমে যাওয়ার কথা। দুটি ম্যাচ হারাতেই সব শেষ হয়ে যায়নি। আমাদের সামনে আরো অনেক ম্যাচ (বিশ্বকাপ) আছে। কাল (আজ) আরেকটি টি-টোয়েন্টি আছে। সেখানে যদি ভালো করতে পারি আত্মবিশ্বাস আবার বেড়ে যাবে।’
আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ৮১/৮ (শামিমা ১০, আয়েশা ৮, ফারজানা ৫, নিগার ১৯, সানজিদা ৭, রুমানা ১২, ফাহিমা ৩, জাহানারা ৪, সালমা ৬*, পান্না ২*; আইমান ১/২০, আনাম ১/১০, সানা ০/১৭, নাশরা ২/১৬, নিদা ২/১৬)।
পাকিস্তান: ১৮.১ ওভারে ৮৫/৩ (আয়েশা ১৩, নাহিদা ৩৩, জাভেরিয়া ৩১*, মুনিবা ৫, নিদা ২*; জাহানারা ০/১৯, সালমা ০/১৪, নাহিদা ০/১৮, পান্না ০/৮, রুমানা ১/১০, ফাহিমা ১/১৫)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১