বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৮

পা ঠ ক  ক র্না র

আন্তরিক অভিনন্দন


লোকগানের জনপ্রিয় শিল্পী হরলাল রায়ের সুযোগ্য সন্তান রথীন্দ্রনাথ রায়।  যার বলিষ্ঠ কণ্ঠ সঙ্গীতপিপাসুদের মুগ্ধ আর অভিভূত করেছে। ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’এই গানটি রথীন্দ্রনাথকে জনপ্রিয়তার এক উচ্চ শিখরে নিয়ে গেছে।

রথীন্দ্রনাথ রায়ের জন্ম ১৯৪৯ সালে। মাত্র ৮ বছর বয়সে তিনি বেতারে এবং ১৩ বছর বয়সে টেলিভিশনে গান করার সুযোগ পান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করে অনন্য ভূমিকা পালন করেন তিনি। সেই সঙ্গে পরিচিতি পান কণ্ঠযুদ্ধশিল্পী হিসেবে। একুশে পদকপ্রাপ্ত এই মহান শিল্পীর প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।

 

কাজী আবু জাফর

সাহেবগঞ্জ, আত্রাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১