আপডেট : ০৬ October ২০১৮
পানি নিয়ে আর হাহাকার নেই সেটা কারো সয় নাই, পানি নিয়ে হায় এত আলোচনা পূর্বে কখনো হয় নাই। পানি ও পানির সংকেত নিয়ে সোশ্যাল মিডিয়া তপ্ত, সুন্দরী হায় করতে পারেনি পানির সংকেত রপ্ত। পানির সংকেত নিয়ে হৈচৈ পৌঁছে গিয়েছে চরমে, থেকে থেকে তাই পানির তৃষ্ণা পাচ্ছে রে এই গরমে। কিন্তু পানি পান করতেই পায় খুবই হাসি হায়, পানির সংকেত না জানলে এই দেশে চলা আজ দায়!
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১