বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৮

পানি


পানি নিয়ে আর হাহাকার নেই

সেটা কারো সয় নাই,

পানি নিয়ে হায় এত আলোচনা

পূর্বে কখনো হয় নাই।

 

পানি ও পানির সংকেত নিয়ে

সোশ্যাল মিডিয়া তপ্ত,

সুন্দরী হায় করতে পারেনি

পানির সংকেত রপ্ত।

 

পানির সংকেত নিয়ে হৈচৈ

পৌঁছে গিয়েছে চরমে,

থেকে থেকে তাই পানির তৃষ্ণা

পাচ্ছে রে এই গরমে।

 

কিন্তু পানি পান করতেই

পায় খুবই হাসি হায়,

পানির সংকেত না জানলে এই

দেশে চলা আজ দায়!


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১