বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৮

অটল বিহারী বাজপেয়ী

রাজনীতিকের অন্তরালে মানবিক কবি

প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী ছবি : ইন্টারনেট


ভারতের একসময়ের প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী আজ লোকন্তরিত। কিন্তু তিনি যে শায়ের ভালোবাসতেন, তা জেনেছিলাম তার এক সাক্ষাৎকারে। যখন তিনি বলেন, ‘আমার প্রিয় অভিনেত্রী মীনা কুমারী’। মীনা কুমারী শায়ের লিখতেন। অভিনেত্রী মীনা কুমারীকে তিনি আবিষ্কার করেন কবি মীনা কুমারীর ভেতরে। সেই তখন বাজপেয়ীও তো একজন কবি। তার শ্লোক হিন্দিভাষী পাঠকের অন্তরে অনুরণন সৃষ্টি করে। ‘লিটারেচার নিউজ’-এর অলোক মিশ্রর উদ্ধৃতি এখানে প্রণিধানযোগ্য : ‘আমি জানতাম যে বাজপেয়ী একজন ভালো মানুষ, একজন ভালো বক্তা এবং কবি, তার কবিতা সবাই শুনতে ভালোবাসতেন। অটল বিহারী বাজপেয়ী এই দেশে আর বিশ্বের কাছে নতুন নয়। তার কবিতাগুলো খুব বিখ্যাত এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী তার মৃত্যুর পর আরো খ্যাতি অর্জন করবেন।’ অলোক মিশ্রের হিন্দি থেকে ইংরেজিতে অনূদিত বাজপেয়ীর তিনটি শ্লোক বাংলায় আমি পাঠকের জন্য তুলে দিচ্ছি।

ক.

আমার প্রভু রাম!

আমার এই ধরনের উচ্চতা কখনো প্রদান করো না

যে আমি একটি নবজাতক— আলিঙ্গন করতে পারি না,

এমন অসন্তোষজনক অবস্থার মধ্যে আমাকে কখনোই রেখো না।

 

খ.

কতদিন সে বাঁচবে, মৃত্যু? একটি মুহূর্ত বা দুই (বা এমনকি যে)!

জীবন— জীবনের ধারাবাহিকতায় অতিক্রম করে, বয়স ক্ষণস্থায়ী,

 

আমি দীর্ঘদিন ধরে থাকতাম, হূদয়ে বাস করতাম এবং মরেও যাব।

আমাকে আবার ফিরে আসতে হবে— আমি কি সত্যি ভয় পাব, আমি জানি যা সত্য?

 

গ.

একই ছাদ

একই কক্ষ

জানালা একই সঙ্গে

এবং একই পুরুষ, এটি রক্ষাকবজ।

 

রাজা পরিবর্তন, এবং

মুকুট মাথা পরিবর্তন

কিন্তু মানুষ

এবং রাষ্ট্র— একই।

 

অটল বিহারী বাজিপেয়ী তার শ্লোকে বলতে চেষ্টা করেছিলেন সবক্ষেত্রে উচ্চতাই যথেষ্ট নয় কিংবা খ্যাতির চূড়া। আমাদের নম্র ও সদয় হতে হবে এবং আমাদের সবসময় অবশ্যই স্থির থাকতে হবে যাতে আমরা অপরিচিতদের জন্য ভালোবাসা অনুভব করতে পারি। এই মহান কবির অনেক কবিতা রয়েছে, যা সাহিত্যরসিক পাঠকের পড়ে দেখা উচিত। তার কবিতার গভীরতায় রয়েছে দেশপ্রেম আর মানুষ, মানবিকতার চওড়া রোদ। যেখানে উষ্ণ হবেন আজ ও আগামীকালের পাঠক। একজন রাজনীতিকের অন্তরালে মানবিক কবি ছিলেন অটল বিহারী বাজপেয়ী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১