বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৮

নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না : শ্রিংলা

চাঁদপুরের ফারাক্কাবাদ ডিগ্রি কলেজে ‘গান্ধি ভবন’ উদ্বোধন করেন ভারতীয় হাইকশিনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা সংগৃহীত ছবি


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সংসদ নির্বাচনসহ এই দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না। কারণ, এটি ভারতের কোনো নির্বাচন নয়।

গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভারতীয় অর্থায়নে মহাত্মা গান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, উন্নয়নের নানা ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হচ্ছে। তাই বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত চায় রোহিঙ্গারা নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যাক। সব মৌলিক অধিকার ভোগ করুক। রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ভারত বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বকে অবাক করে দিয়েছে। আশা করছি আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদান এবং উদ্বাস্তুদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে চাপ অব্যাহত রাখবে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, রোহিঙ্গাদের নিরাপদে তাদের অবস্থানে ফিরিয়ে দিতে হবে। রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত তিন দফায় তাদের মানবিক সহায়তা প্রদান করেছে। আমাদের এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। আগামী শীতে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করবে ভারত।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক (উপ-সচিব) শওকত ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ। তিনি ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মহাত্মা গান্ধী ভবন উদ্বোধন, চাঁদপুর অযাচক আশ্রম ও রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১