বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৮

রায় ঘিরে সতর্ক আ.লীগ

আগস্ট গ্রেনেড হামলা মামলা সংক্ষিত ছবি


আগামী ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হবে। রায়কে ঘিরে সতর্ক ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি এ রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে পারে, এমন তথ্য আছে ক্ষমতাসীন দলটির কাছে। নাশকতা ঠেকাতে চলতি সপ্তাহে আরো জোরালো হয়ে মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

রায় ঘোষণার আগে ও পরে সকাল থেকে রাত পর্যন্ত রাজপথ থেকে পাড়া-মহল্লায় সতর্ক থাকবেন দলটির নেতাকর্মীরা। সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে জোরালো হয়ে মাঠে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটের নেতাকর্মীরাও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। রায় ঘোষণার তারিখের আগে ও পরে কেন্দ্রীয় ১৪ দলের বিভাগীয় পর্যায়ের সমাবেশের ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। আজ শনিবার অনুষ্ঠেয় কেন্দ্রীয় ১৪ দলের সভা থেকে মাঠে থাকার নতুন কৌশল ও কর্মসূচি নির্ধারণ করা হতে পারে। আওয়ামী লীগ সভাপতির ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। ১৪ দলের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি-জামায়াত জোট সরকারের কয়েক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ২১ আগস্ট মামলার মূল আসামি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ইতোমধ্যে আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাবন্দি। ফলে গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কা বেশি করে দানা বেঁধেছে। অক্টোবর মাসে আন্দোলনের ঘোষণাও দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের সূত্র জানায়, গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে সংঘাত ও সহিংসতার আশঙ্কা করছে দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বও।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। দলের সাধারণ সম্পাদকসহ অন্য শীর্ষ নেতারাও একই কথা বলছেন। রায়কে ঘিরে বিএনপির সম্ভাব্য আন্দোলন মোকাবেলায় প্রস্তুত থাকতেও তারা নেতাকর্মীদের আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার এ প্রসঙ্গে বলেন, ‘২০১৪ সালের মতো বোমা সন্ত্রাস করার জন্য বিএনপি ছক আঁকছে। তবে এটা ২০১৪ সাল নয়, ২০১৮ সাল, এমন ছক প্রতিহত করা হবে।’

দলীয় সূত্র জানায়, রায়কে ঘিরে বিএনপির সম্ভাব্য নাশকতার বার্তাকে গুরুত্ব দিয়ে অক্টোবর মাসের প্রথম দিন থেকেই তাই আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে নির্বাচনী গণসংযোগ ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে কৌশলে মাঠে আছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গত মাসের শেষ সপ্তাহে ঘোষণা দেন মাঠে থাকার। তিনি বলেন, ‘অক্টোবর মাসে সারা দেশের জেলা ও উপজেলায় সভা-সমাবেশ করবে ১৪ দল। শুধু রাজধানী নয়, সারা দেশই দখলে রাখবে কেন্দ্রীয় ১৪ দল।’

জানা যায়, জোটগতভাবে ১৪ দলের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর, ১৩ অক্টোবর খুলনায় সমাবেশ করবে ১৪ দল। এতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার আগের দিন থেকে পরের কয়েক দিন মাঠে থাকতে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রায় ঘোষণার পর ঢাকায়ও একটি মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে ১৪ দলের।

১০ অক্টোবর মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগে ও পরে দেশের বিভিন্ন মহানগর ও জেলায় রাজপথে সক্রিয় থাকতে স্থানীয়ভাবে কর্মসূচিও নেওয়া হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশে। ইতোমধ্যে চট্টগ্রামে সব স্তরের নেতাকর্মীদের ৮ থেকে ১০ অক্টোবর মাঠে থাকার নির্দেশ দিয়েছে মহানগর আওয়ামী লীগ। বিএনপি কোনো ধরনের নাশকতা চালানোর চেষ্টা করলে তা প্রতিহতেরও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রয়োজনে ১১ অক্টোবরও মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রায়কে কেন্দ্র করে নগরীতে নাশকতা ঠেকাতে নগর যুবলীগ ও ছাত্রলীগ রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১