আপডেট : ০৫ October ২০১৮
ল্যাপটপে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। যেকোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে অক্টোবর মাসজুড়ে নির্দিষ্ট মডেলের ল্যাপটপ কিনে পাওয়া যাবে ১২ শতাংশ ডিসকাউন্ট। ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন, কোর আই ফাইভ, কোর আই থ্রি এবং পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসরযুক্ত যেকোনো ওয়ালটন ল্যাপটপে এই মূল্যছাড় পাওয়া যাবে। ওয়ালটনের প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়্যাক্সজ্যাম্বো সিরিজের যেকোনো কনফিগারেশন ও দামের ষষ্ঠ প্রজন্মের সব ল্যাপটপে এই মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। মূল্যছাড়ে এসব ল্যাপটপ পাওয়া যাবে ১৯ হাজার ৭৯১ টাকা থেকে ৬১ হাজার ৫৫৬ টাকার মধ্যে। সব মডেলের ল্যাপটপে থাকছে সর্বোচ্চ দুই বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা ১২ মাসের কিস্তিতে কিনতে পারবেন ওয়ালটন ল্যাপটপ। এ ছাড়া জিরো ইন্টারেস্টে ইএমআই সুবিধায় কেনার সুযোগও রয়েছে। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১