আপডেট : ০৫ October ২০১৮
জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নিজেদের বেটা সংস্করণে ‘পিকচার ইন পিকচার (পিআইপি) মোড’ চালু করেছে। এ বছরের শুরুর দিকে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য আইওএস সংস্করণ উন্মুক্ত করলেও বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনগুলোতে নতুন এই ফিচার ব্যবহার করার সুযোগ চালু করেছে প্রতিষ্ঠানটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.৪ কিটক্যাট সংস্করণ থেকে তার পরবর্তী সংস্করণের স্মার্টফোনগুলোতে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনের মাধ্যমে নতুন এই ফিচারটি ব্যবহার করে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের ভিডিও ছোটপর্দায় মাল্টি উইন্ডোতে দেখতে পারবেন অ্যাপটির ব্যবহারকারীরা। যার মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও স্ট্রিমঅ্যাবলের ভিডিওগুলোই বর্তমানে দেখা যাচ্ছে। নতুন এই ফিচারটি ব্যবহার করতে হলে স্মার্টফোন ব্যবহারকারীকে গুগল প্লেস্টোর থেকে হোয়াটসঅ্যাপ ২.১৮.৩০১ সংস্করণ আপডেট করে নিতে হবে। এরপরও যদি ব্যবহারকারী ওই ফিচারটি খুঁজে না পান তাহলে বর্তমান ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। প্রসঙ্গত, পিকচার ইন পিকচার মোড হচ্ছে বিশেষ ধরনের এক মাল্টি উইন্ডো মোড। সাধারণত ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয়ে থাকে। এই মোডের মাধ্যমে গ্রাহক চার ফোনে চলমান অ্যাপ্লিকেশনের মধ্যে মোবাইলের মূল পর্দার কোনো কোনায় নিজের ইচ্ছেমতো ভিডিও দেখতে পারবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১