আপডেট : ০৫ October ২০১৮
হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শ্রদ্ধা কাপুর। শুটিং থেকে ব্রেক নিতে হয়েছে তাকে। তিনি অভিনয় করছিলেন সাইনা নেহওয়ালের বায়োপিকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। শ্রদ্ধার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর। কিছুদিন আগে শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়েছে পড়েন তিনি। গেল ২৭ সেপ্টেম্বর তার ডেঙ্গু ধরা পড়ে। এখন পুরো বিশ্রামে রয়েছেন এ অভিনেত্রী। সুস্থ হয়েই সেটে ফিরবেন তিনি। শ্রদ্ধার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন প্রযোজক ভূষণ কুমারও। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘টানা এক মাস শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন শ্রদ্ধা। হঠাৎ তার শরীর খারাপ হয়ে যাওয়ায় এখন শুটিং বন্ধ আছে। আমরা তার পাশে আছি। আশা করছি খুব তাড়াতাড়ি শ্রদ্ধা কাজে ফিরবেন।’ এদিকে, শ্রদ্ধার অসুস্থতা নিয়ে তার পরিবারের সদস্যরা এখনো কিছু জানাননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১