বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০১৮

জীবনের দিনরাতে শবনম ফারিয়া

নাটকে মিতু চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া সংগৃহীত ছবি


জীবন বাবা-মায়ের একমাত্র সন্তান। খুব আদরে বড় হয়েছে তাই বাস্তবতা জ্ঞান নেই বললেই চলে। বেশি আদরে কিছুটা বিগড়ে গেছে। সারা দিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। মানসিকভাবে প্রচণ্ড অলস। আর এই নিয়েই ভয়ানক ঝগড়া লেগে থাকে তার গার্লফ্রেন্ড মিতুর সঙ্গে। মিতু খুব তড়িৎকর্মা, সাহসী, বাস্তববাদী আর গোছালো টাইপের মেয়ে। প্রেম জমাতে গিয়ে হুট করে ফাটলই ধরে গিয়েছিল তাদের। রাগের মাথায় জীবনের কাজ-কর্মে অতিষ্ঠ হয়ে ব্রেকআপ করে ফেলে মিতু। জীবন একটু আবেগী ছেলে। প্রচণ্ড লাগে তার অপমানগুলো। মিতুকে হারানোর চেয়ে অপমানগুলোই অনেক ভারী মনে হয়। জীবনের উল্টাপাল্টা চলাফেরা তার বাবা সহ্য করতে পারে না। এবার হুট করে স্ট্রোক করে মারা যায় বাবা। জীবনের পৃথিবীতে অন্ধকার নেমে আসে। যে ছেলে কোনোদিন বাজারে যায়নি তার কাঁধে এখন সংসারের ভার। জীবন পাল্টে দেয় জীবনের গল্পের মোড়।

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জীবনের দিনরাত’। রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকে মিতু চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। তার বিপরীতে জীবন চরিত্রে দেখা যাবে অপূর্বকে। ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত এ নাটকটি ১৯ অক্টোবর রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১