আপডেট : ০৫ October ২০১৮
রোদেলা জান্নাত। সবেমাত্র ঢাকাই ছবিতে নাম লিখিয়েছেন। ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে রোদেলার। হবে হবে করে ছবির চিত্রায়ণ এখনো শুরু হয়নি। ১১ সেপ্টেম্বর থেকে ছবির চিত্রায়ণ শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। শোনা যাচ্ছে, ১৯ অক্টোবর থেকে শুরু হবে ছবির চিত্রায়ণ। এতে অংশ নেবেন রোদেলা জান্নাত। অভিষেকের আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে রোদেলাকে নিয়ে। তিন বছর আগে তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই ছড়িয়েছে গুঞ্জন। সাজিদ হোসেন রাহেল নামের এক ব্যক্তি ওই পোস্টে রোদেলাকে তার ‘বাগদত্তা’ বলে দাবি করেছেন। তবে বিষয়টিকে নিজের জীবনের ‘অতীত অংশ’ বলে উল্লেখ করেছেন রোদেলা। জানিয়েছেন অতীত নিয়ে কথা বলার ইচ্ছা নেই তার। গতকাল বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে রোদেলা বলেন, ‘এটা নিয়ে আসলে এখন কিছু বলার নেই। নতুন করে বলার মতো আর কিছুই নেই। সাড়ে তিন বছর আগের একটা ঘটনা নিয়ে এখন আর কী বলতে পারি বলেন? তিন বছর আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, সেটা নিয়ে এখন কেন এত মাতামাতি সেটা বুঝে উঠতে পারছি না।’ তিন বছর আগে আপনার বিয়ে হয়নি? জানতে চাইলে রোদেলা বলেন, ‘আসলে আমার রিলেশন ছিল। সেখান থেকে ব্রেকআপও হয়েছে আমার। বিয়ে তো অনেক দূরের ব্যাপার। কিছু গণমাধ্যম আমাকে বিবাহিত বানিয়ে ফেলেছে। এটা আসলেই কষ্ট পাওয়ার মতো ব্যাপার।’ রিলেশনটা কতদিনের ছিল? উত্তরে রোদেলা জানান, খুব অল্প সময়ের সম্পর্ক ছিল তার। ২০১৫ সালে ব্রেকআপ হয় তাদের। রোদেলার সাবেক বয়ফ্রেন্ড মালেয়শিয়ায় থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ হতো না বলে জানিয়েছেন তিনি। রোদেলা জান্নাত বর্তমানে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বিজনেস আইটি বিষয়ে গবেষণা করছেন তিনি। গবেষণার কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘থিসিসের কাজ চলছে। বসে বসে থিসিসের কাজই করছি। শুটিংয়ের জন্য মালয়েশিয়ায় যেতে পারছি না। ইচ্ছা আছে আমার লটের কাজ শেষ করে মালয়েশিয়া যাব। তারপর থিসিস সংক্রান্ত কাজগুলো শেষ করে আবার দেশে আসব।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১