বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০১৮

বাংলাদেশ দলের ফাইনালে ওঠার লড়াই আজ

অনূর্ধ্ব-১৮ সাফ নারী ফুটবল দল ছবি : ইন্টারনেট


বাংলাদেশ নারী ফুটবল দলের আজ ফাইনালে ওঠার লড়াই। আজ শুক্রবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলবে স্বাগতিক দলের সঙ্গে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে বেলা সাড়ে ৩টায় ভারত মাঠে নামবে নেপালের বিপক্ষে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় আর রানার্সআপ হয় ভুটান। অপরদিকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত ও রানার্সআপ হয় নেপাল।

গ্রুপ পর্ব শেষে অপরাজিত থাকে বাংলাদেশ। পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল তারা। গত মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারায় মারিয়া-কৃষ্ণাদের বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে নেপাল ১২-০ গোলে পাকিস্তানকে পরাজিত করে। ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচে ভারত ৪-০ গোলে ভুটানকে, ভুটান ১৩-০ গোলে মালদ্বীপকে এবং ভারত ৮-০ গোলে মালদ্বীপকে পরাজিত করে। আগামী ৭ অক্টোবর আসরের তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ উদীয়মান কিশোরী তারকা সিরাত জাহান স্বপ্না খুব সম্ভবত সেরা গোলদাতার পুরস্কার লাভ করতে যাচ্ছেন। তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ৮টি গোল করেছেন। তবে তার ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছেন নেপালের রেখা পাউডেল। তিনি গোল করেছেন ৭টি। তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মারজিয়া ও ভুটানের সোনাম চোডেন। তারা উভয়েই গোল করেছেন ৪টি করে। ২টি করে গোল করেছেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিম, ভুটানের ইয়েশে বিদ্যা, নিমগেল ডেন ও গালে ওয়াংমো এবং ভারতের দেবনিতা রায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১