আপডেট : ০৫ October ২০১৮
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে ২১ অক্টোবর। বর্তমান সংসদের শেষ অধিবেশন হবে এটি। এদিন বিকাল সাড়ে ৪টায় বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল বৃহস্পতিবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আসন্ন অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হবে। এবারের অধিবেশন হবে খুবই সংক্ষিপ্ত। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে একাদশ সংসদ নির্বাচনের দিন গণনা। এর আগেই অধিবেশন শেষ হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। গত ২০ সেপ্টেম্বর শেষ হয় বর্তমান সংসদের ২২তম অধিবেশন। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মেয়াদ শেষের ৯০ দিনের মধ্যে ৬০ দিনের বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১