বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০১৮

বড় শোডাউন করতে চায় জাতীয় ঐক্য প্রক্রিয়া

নবগঠিত জাতীয় ঐক্য সংরক্ষিত ছবি


পাঁচ দফা দাবিতে সরকারের প্রতি আল্টিমেটামে সাড়া না পেয়ে রাজপথে নামছে বৃহত্তর জাতীয় ঐক্য। অহিংস কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণভাবে আগামী রোববার বড় ধরনের শোডাউন করতে চায় নবগঠিত জোটটি। ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে প্রচারপত্র বিলি শুরু করেছে সংগঠনটি। আজ শুক্রবারও প্রচারপত্র বিলি চলবে।  এদিকে চিকিৎসার জন্য ব্যাংককে থাকা বৃহত্তর জাতীয় ঐক্যের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ফিরছেন আগামীকাল শনিবার। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন ড. কামাল। আলোচিত বৃহত্তর জাতীয় ঐক্যের সূচনা হয় গত ২২ সেপ্টেম্বর। রাজধানীতে ‘মহানগর নাট্যমঞ্চ’ ওইদিন সমাবেশ ও সম্মেলন করেন দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা ৯টি লক্ষ্য সামনে রেখে সরকারের প্রতি পাঁচ দফা দাবি দিয়েছে।  দাবির মধ্যে রয়েছে— ১. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বর্তমান সংসদ ভেঙে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন। নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। ২. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তি, সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা। ৩. কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা যাবে না। ৪. নির্বাচনের এক মাস আগে থেকে নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন প্রতিটি নির্বাচনী এলাকায় বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ও নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে হবে। এবং ৫. নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ও পরিকল্পনা বাদ দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর যুগোপযোগী সংশোধন করতে হবে।

এই দাবিগুলো গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে মেনে নিতে সরকারের প্রতি ডেডলাইন দেওয়া হয়। কিন্তু সরকার তাদের দাবি আমলে নেয়নি। ফলে ৭ অক্টোবর থেকে কর্মসূচিসহ রাজপথে নামার সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্য প্রক্রিয়া। ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এক নেতা বাংলাদেশের খবরকে জানান, প্রথমবারের মতো মানববন্ধন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে তারা। এরপর ধাপে ধাপে অহিংস গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে সারা দেশে। কর্মসূচিতে জনসমাগম ঘটাতে গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে রাজধানীর নিউমার্কেটসহ বিভিন্ন স্পটে প্রচারপত্র বিলি করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা। প্রচারপত্রে ৯টি লক্ষ্য ও ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির নির্ধারিত স্থান ঘোষণা করা হলেও মানববন্ধনের বিস্তৃতি আশপাশ এলাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ঐক্য প্রক্রিয়ার নেতারা। ড. কামাল হোসেনের মানববন্ধন হলেও তাতে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেবে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১